ভোটার হতে প্রয়োজনীয় দলিলাদিঃ
১। অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
২। শিক্ষা সনদ (পিইসি, জেএসসি, এসএসসি ও সমমানের সনদ)।
৩। পিতা,মাতা এবং প্রযোজ্য ক্ষেত্রে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৪। নাগরিক সনদ।
৫। চেয়াম্যানের প্রত্যায়ন।
৬। ইউটিলিটি বিলের (পানি,বিদ্যূৎ) কপি।
৭। চৌকিদারি/ হোল্ডিং ট্যাক্সের কপি।
৮। রক্তের গ্রুপ টেস্টের রিপোর্ট কপি।
৯। বিবাহিতদের জন্য কাবিন নামা/বিবাহ রেজিস্ট্রি কপি।
১০। পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
১১। পেশাজীবীদের ক্ষেত্রে পরিচয়পত্রের কপি।
ও অন্যান্য দলিলাদি।
ভোটার স্থানান্তর হতে প্রয়োজনীয় দলিলাদিঃ
১। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
২। নাগরিক সনদ।
৩। চেয়াম্যানের/মেম্বরের প্রত্যায়ন।
৪। ইউটিলিটি বিলের (পানি,বিদ্যূৎ) কপি।
৫। চৌকিদারি/ হোল্ডিং ট্যাক্সের কপি।
৬। বিবাহিতদের জন্য কাবিন নামা/বিবাহ রেজিস্ট্রি কপি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস