Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কী সেবা কীভাবে পাবেন
বিস্তারিত

১। জাতীয় পরিচয়পত্র সংশোধন

আবেদনকারীকে প্রথমে অনলাইনে services.nidw.gov.bd ঠিকানায় registration করে আবেদন করতে হবে। পরবর্তীতে আবেদন নিস্পত্তির প্রত্যেক ধাপে আবেদনকারীকে মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে বর্তমান অবস্থা। আবেদনকারীকে কোন অবস্থায় অফিসে আসার দরকার নেই যদি না এসএমএস দিয়ে তাকে আসতে বলা হয়।

২। হারানো জাতীয় পরিচয়পত্র ডুপ্লিকেট ইস্যূ

আবেদনকারীকে প্রথমে অনলাইনে services.nidw.gov.bd ঠিকানায় registration করে আবেদন করতে হবে। পরবর্তীতে আবেদন নিস্পত্তির প্রত্যেক ধাপে আবেদনকারীকে মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে বর্তমান অবস্থা। কার্ড প্রিন্ট হওয়ার পরে এসএমএস দিয়ে জানানোর পর সংশ্লিষ্ট অফিস থেকে সংগ্রহ করতে হবে।

৩। নতুন ভোটার নিবন্ধন

আবেদনকারীকে প্রথমে অনলাইনে services.nidw.gov.bd ঠিকানায় registration করে আবেদন করতে হবে। আবেদনকৃত ভোটার নিবন্ধন ফরম ২ ডাউনলোড করে তার সাথে নিম্ন লিখিত কাগজগুলো সংযুক্ত করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে এসে বায়োমেট্রিক দিতে হবে।

কাগজসমূহ ক) ইউনিয়ন পরিষদ কতৃক প্রদত্ত নাগরিক সনদ। খ) অন লাইন জন্ম নিবন্ধন সনদ। গ) শিক্ষা সনদ। ঘ) বাবা, মা ও বিবাহিত হলে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি। ঙ) ইউটিলিটি বিলের কপি ইত্যাদি।

৪। ভোটার স্থানান্তর

সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যেয়ে ১৩ নং আবেদন ফরম পুরোন করে জমা দিতে হবে। তবে খুব তাড়াতাড়ি উপরিউক্ত পদ্ধতিতে অনলাইনে আবেদন করা যাবে।